StatCounter

Sunday, August 16, 2015

কাপ্তাইয়ের কিছু ছবি..................

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র



চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল


এটি একটি ঘড়ি যা বর্তমানে বন্ধ আছে এটি কেপিএম এলাকার কে আর সি মিলের গেইটের সামনে অবস্থিত


৭নং লাইন, কে পি এম


নারায়নগীরি, কাপ্তাই

চিৎমরম বাজার ঘাট এলাকা





কর্ণফুলী পেপার মিলস লিমেটেড


কাপ্তাই লেক

কাপ্তাই লেক

কাপ্তাই লেক

কাপ্তাই রোড(ঝুম রেস্তরার সামনে)


আইডিবি বিল্ডিং, কেপিএম

কর্ণফুলী নদী


কেপিএম স্কুল

কাপ্তাই রোড

ত্রি সুন্দরী পুল
বাইতুল ইলাহ শাহ জামে মসজিদ, কাপ্তাই প্রোজেক্ট

জোড়া হাতী, হাতীর ট্যাগ

কেপিএম হাই স্কুল এন্ড কলেজ


কে আর সি উচ্চ বিদ্যালয়

কৃষি গবেষণা ইনস্টিটিউট, রাইখালী

কেপিএম জামে মসজিদ

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়


কাপ্তাই লেক

উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, কাপ্তাই

কাপ্তাই বাঁধ

কর্ণফুলী নদী

কেপিএম পেপার মিলস





কাপ্তাই উচ্চ বিদ্যালয়



বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই

বৌদ্ধ মন্দির, চিৎমরম

ঝুম রেস্তরা



Tuesday, March 31, 2015

ফাংশন কী এর ব্যবহার

আমরা সবাই কম বেশি কম্পিউটার ব্যবহার করি। কিন্ত অনেকেই জানিনা কীবোর্ড এর F1 - F12 পর্যন্ত অর্থাৎ ফাংশন কী গুলোর কাজ কি।
দেখে নিন ফাংশন কী এর কাজ -

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের
‘হেল্প’ চলে আসে।

F2 : সাধারণত কোনো ফাইল
বা ফোল্ডারের নাম বদলের (রিনেম)
জন্য ব্যবহৃত হয়। Alt Ctrl F2
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন
ফাইল খোলা হয়। Ctrl F2
চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ
দেখা যায়।

F3: এটি চাপলে মাইক্রোসফট
উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের
সার্চ সুবিধা চালু হয়। Shift F3
চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের
থেকে ছোট হাতের বা প্রত্যেক
শব্দের প্রথম অক্ষর বড় হাতের
বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : ওয়ার্ডের last action
performed আবার (Repeat)
করা যায় এ কি চেপে। Alt F4
চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ
করা হয়। Ctrl F4 চেপে সক্রিয় সব
উইন্ডো বন্ধ করা হয়।

F5 : মাইক্রোসফট উইন্ডোজ,
ইন্টারনেট ব্রাউজার
ইত্যাদি Refresh করা হয় F5 চেপে।
পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু
করা যায়। ওয়ার্ডের find, replace,
go to উইন্ডো খোলা হয়।

F6 : এটা দিয়ে মাউস
কারসারকে ওয়েব ব্রাউজারের
ঠিকানা লেখার জায়গায়
(অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়।
Ctrl Shift F6
চেপে ওয়ার্ডে খোলা অন্য
ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : ওয়ার্ডে লেখার বানান ও
ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
ফায়ারফক্সের Caret browsing চালু
করা যায়। Shift F7
চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত
শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ,
শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান
চালু করা হয়।

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার
সময় কাজে লাগে এই কি। সাধারণত
উইন্ডোজ Safe Mode-এ
চালাতে এটি চাপতে হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর
মেজারমেন্ট টুলবার খোলা যায় এই
কি দিয়ে।

F10 : ওয়েব ব্রাউজার
বা কোনো খোলা উইন্ডোর মেনুবার
নির্বাচন করা হয় এ কি চেপে। Shift
F10 চেপে কোনো নির্বাচিত
লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির
ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক
করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার
পর্দাজুড়ে দেখা যায় ।

F12 : ওয়ার্ডের Save as
উইন্ডো খোলা হয় এ কি চেপে।
Shift F12 চেপে মাইক্রোসফট
ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।
এবং Ctrl Shift F12 চেপে ওয়ার্ড
ফাইল প্রিন্ট করা হয়।

Sunday, March 29, 2015

পেনড্রাইভ ফরম্যাট না হলে যা করবেন

ভাইরাস আক্রান্ত পেনড্রাইভ অনেক সময় ফরম্যাট করা যায় না। সাধারণত পেনড্রাইভ কম্পিউটারে সংযুক্ত করে সেটির ড্রাইভে মাউসের ডান বাটন ক্লিক করে Format -এ ক্লিক করে ফরম্যাট করা হয়। এ পদ্ধতি কাজ না করলে বিকল্প উপায়ে পেনড্রাইভ ফরম্যাট করা যায়।

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ

এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
এক্ষেত্রে, যা করতে হবেঃ
  • প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন।
  • যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন "Format K:"(লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে)
  • এন্টার দিন।
  • একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।
২) এনটিএফএস ফরম্যাটঃ

         পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা
         হলে ডিস্কটিকে  NTFS এ ফরম্যাট করা যায়।
         এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে
         Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।
         এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে।

৩) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ

        এক্ষেত্রে Start থেকে Control Panel এ গিয়ে Administrative Tools এ দুই বার ক্লিক করতে হবে।
        তারপর Computer Management এ দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk
        Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে।
        সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে
        পেনড্রাইভ ফরম্যাট হবে।




চট্টগ্রামে আগুনে পুড়ল ৫০ ঘর, নিহত ১

চট্টগ্রাম: মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিহত হয়েছে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি।

 শুক্রবার ভোররাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাত ৩টার দিকে মুক্তিযোদ্ধা কলোনির একটি কাঁচা বাসা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চট্টগ্রামে বায়েজিদ ও আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিস দপ্তর থেকে পাঁচটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোর্সঃ নিউজ বাংলাদেশ

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুনঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিহত হয়েছে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি। শুক্রবার ভোররাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাত ৩টার দিকে মুক্তিযোদ্ধা কলোনির একটি কাঁচা বাসা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রামে বায়েজিদ ও আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিস দপ্তর থেকে পাঁচটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন
চট্টগ্রাম: মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিহত হয়েছে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি। শুক্রবার ভোররাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাত ৩টার দিকে মুক্তিযোদ্ধা কলোনির একটি কাঁচা বাসা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রামে বায়েজিদ ও আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিস দপ্তর থেকে পাঁচটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন