StatCounter

Tuesday, March 31, 2015

ফাংশন কী এর ব্যবহার

আমরা সবাই কম বেশি কম্পিউটার ব্যবহার করি। কিন্ত অনেকেই জানিনা কীবোর্ড এর F1 - F12 পর্যন্ত অর্থাৎ ফাংশন কী গুলোর কাজ কি।
দেখে নিন ফাংশন কী এর কাজ -

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের
‘হেল্প’ চলে আসে।

F2 : সাধারণত কোনো ফাইল
বা ফোল্ডারের নাম বদলের (রিনেম)
জন্য ব্যবহৃত হয়। Alt Ctrl F2
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন
ফাইল খোলা হয়। Ctrl F2
চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ
দেখা যায়।

F3: এটি চাপলে মাইক্রোসফট
উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের
সার্চ সুবিধা চালু হয়। Shift F3
চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের
থেকে ছোট হাতের বা প্রত্যেক
শব্দের প্রথম অক্ষর বড় হাতের
বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4 : ওয়ার্ডের last action
performed আবার (Repeat)
করা যায় এ কি চেপে। Alt F4
চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ
করা হয়। Ctrl F4 চেপে সক্রিয় সব
উইন্ডো বন্ধ করা হয়।

F5 : মাইক্রোসফট উইন্ডোজ,
ইন্টারনেট ব্রাউজার
ইত্যাদি Refresh করা হয় F5 চেপে।
পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু
করা যায়। ওয়ার্ডের find, replace,
go to উইন্ডো খোলা হয়।

F6 : এটা দিয়ে মাউস
কারসারকে ওয়েব ব্রাউজারের
ঠিকানা লেখার জায়গায়
(অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়।
Ctrl Shift F6
চেপে ওয়ার্ডে খোলা অন্য
ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7 : ওয়ার্ডে লেখার বানান ও
ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।
ফায়ারফক্সের Caret browsing চালু
করা যায়। Shift F7
চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত
শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ,
শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান
চালু করা হয়।

F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার
সময় কাজে লাগে এই কি। সাধারণত
উইন্ডোজ Safe Mode-এ
চালাতে এটি চাপতে হয়।

F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর
মেজারমেন্ট টুলবার খোলা যায় এই
কি দিয়ে।

F10 : ওয়েব ব্রাউজার
বা কোনো খোলা উইন্ডোর মেনুবার
নির্বাচন করা হয় এ কি চেপে। Shift
F10 চেপে কোনো নির্বাচিত
লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির
ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক
করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার
পর্দাজুড়ে দেখা যায় ।

F12 : ওয়ার্ডের Save as
উইন্ডো খোলা হয় এ কি চেপে।
Shift F12 চেপে মাইক্রোসফট
ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।
এবং Ctrl Shift F12 চেপে ওয়ার্ড
ফাইল প্রিন্ট করা হয়।

No comments:

Post a Comment